
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল করিম (৪৬)। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়েছিল। হাতিটি তাড়া করতে লাঠি নিয়ে জড়ো হন স্থানীয় জনতা। উৎসুক জনতার কেউ কেউ ঢিলও ছোড়েন হাতিটির দিকে। তাড়া খেয়ে পালাতে থাকা হাতিটির সামনে পড়েন আবদুল করিম। এ সময় তাঁকে পায়ে পিষ্ট করে বন্য হাতিটি। তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাইয়ুম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবদুল করিম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজে নিয়োজিত হন। হাতির পায়ে পিষ্ট হয়ে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
এর আগে ৭ এপ্রিল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় মোহাম্মদ হোসেন নামের আরেক ব্যক্তি বন্য হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান।
আপনার মতামত লিখুন :