• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিয়েতে কনের বয়স ১৫, বাড়িতে কাজির আগে উপস্থিত এসিল্যান্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১১:৩৫ এএম
বিয়েতে কনের বয়স ১৫, বাড়িতে কাজির আগে উপস্থিত এসিল্যান্ড

কনের বয়স ১৫ বছর। তাই দিনের বেলা নয় রাতে গোপনে বিয়ের আয়োজন করে পরিবার। কনের বাড়িতে হাজির হন বরযাত্রীরাও। শুধু কাজি আসার অপেক্ষা।কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। তবে প্রশাসনের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত নয়টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের দেবথৈল গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে পার্শবর্তী ধোবাউড়া উপজেলার ঈশ্বরগঞ্জ গ্রামের এক কিশোরের বিয়ের সম্বন্ধ হয়।গোপনেই বিয়ের আয়োজন করছিল পরিবার। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তাৎক্ষণিক বাল্যবিবাহটি বন্ধ করেন। 

 

এ সময় বর ও কনের বাবাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।এছাড়াও প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়। 

 

ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'বাল্যবিবাহের তথ্য পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি কাজি আসার অপেক্ষায় তারা। বিয়ে পড়ানোর সব আনুষ্ঠানিকতা করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক কনে ও বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ে ও ছেলের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা আদায় করা হয়েছে।


Side banner
Link copied!