
মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলা চৌমুহনীর শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়া অর্ধপাকা বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক দুরুদ মিয়া ও হোটেল ম্যানেজার আবুল কালাম। গুরুতর আহত দুরুদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে পুড়ে বাসার ৩টি রুমের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।শনিবার (১২ এপ্রিল) ভোর ৬টায় পৌরসভার ২নং ওযার্ড বড়গাছ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুরুদ মিয়ার ছেলে আলী হোসেন জানান, তাদের পরিবারে সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখেন রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে।এ সময় রুম থেকে বের হওয়ার সময় বাবা আগুনে শরীর কয়েকটি স্থানে পুড়ে গেছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে হোটেল ম্যানেজার আবুল কালাম আহত হন। আবুল কালামকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দিলেও গুরুতর দগ্ধ বাসার মালিক দুরুদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসার টিভি, ফ্রিজসহ আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।’ তিনি প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আপনার মতামত লিখুন :