
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় নারী-পুরুষ-শিশুসহ ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার কুসুমপুর, নতুনপাড়া বেনীপুর বিওপির টহলদল সীমান্তে অভিযান পরিচালনা করে ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৭২০ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।আটকদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন শিশু। আটকরা চট্টগ্রাম, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও বগুড়া জেলার বাসিন্দা। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মতামত লিখুন :