• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০২:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকার রহিজ মিয়ার ছেলে আকাশ মিয়া এবং ট্রাকের যাত্রী কয়লার মালিক কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি বাস (নাইট কোচ) ও সিলেট থেকে আসা কুমিল্লা অভিমুখী কয়লাভর্তি একটি ট্রাক কসবার শান্তিপুর এলাকায় রাত সাড়ে ৩টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস-ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে কয়লার মালিক আমির হোসেন ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকচালক আকাশ মিয়া গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা গেছেন।

জানা গেছে, হাইওয়ে পুলিশ নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুনুর রহমান কালবেলাকে বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছে। অপরজন ঢাকা নেওয়ার পথে মারা গেছে। একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।


Side banner
Link copied!