
ফেনীর ফুলগাজী সদরে বাসচাপায় স্কুল শিক্ষার্থী তাহসিন (১৩) মারা গেছে। শনিবার (১২ এপ্রিল) উপজেলা গেট সংলগ্ন কলাবাগানে এই ঘটনা ঘটে।
তাহসিন বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জয়নাল আবেদীনের মাস্টারের ভাগিনা ও বাসুরা গ্রামের প্রবাসী ওমর আলী দুলালের ছেলে। সে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মেধাবী ছাত্র তাহসীন প্রাইভেট পড়ার জন্য ফুলগাজী একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
তিনি জানান, চালক পলাতক কিন্তু গাড়িটি আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :