• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

এ আমলেই বিচার বিভাগের সব সংস্কারের চেষ্টা করা হবে : আইন উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০২:১০ পিএম
এ আমলেই বিচার বিভাগের সব সংস্কারের চেষ্টা করা হবে : আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মানের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। 

তিনি বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট এগুলো কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তবর্তী সরকারের আমলেই এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব।পরিদর্শন শেষে উপদেষ্টা বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

 

উল্লেখ্য, গত শুক্রবার ১১ এপ্রিল আইন উপদেষ্টা দুই দিনের সফরে পার্বত্য জেলা বান্দরবানে আসেন। এসময় তিনি নীলগিরি পর্যটন কেন্দ্রে রাত্রিযাপন করেন। আজ শনিবার জজ কোর্টের ভবন নির্মানের জায়গা পরিদর্শন শেষে ঢাকা ফিরে যাবেন তিনি।


Side banner
Link copied!