• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১১:০৭ পিএম
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু

‘ও আপনে খোঁজ রাখেন নাই। কয় দিন লাগবে? শুনেন, সাত দিনের মধ্যে ড্যাম রিপেয়ার করবেন, না হলে আপনাকে কিন্তু রিপেয়ার কইরা দিমু। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না। সাত দিনের মধ্যে এটা করবেন। না করলে বুঝতে পারছেন তো, আপনারেই রিপেয়ার কইরা দিমু।’

এভাবেই স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলীকে ফোন করে কথাগুলো বলেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদরের দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় বোরো ধান কাটার উদ্বোধন করতে আসেন কৃষি উপদেষ্টা। এসময় রাবার ড্যাম কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে ফোন করে তিনি কথাগুলো বলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জে কৃষকদের সঙ্গে হাওরের ধান কাটায় অংশ নেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ধান কাটা শেষে উপদেষ্টা কৃষকদের কাছে সমস্যা কথা জানতে চান। তখন কৃষকরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের র‌্যাবার ড্যাম্পের সমস্যার কথা তুলে ধরেন।

তখন উপদেষ্টা সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে খোঁজ করেন। তবে তিনি সেখানে উপস্থিত না থাকায় থাকে সরাসরি কল দেন উপদেষ্টা। ফোনে কৃষি উপদেষ্টা ওই নির্বাহী প্রকৌশলীকে বলেন, ‘আপনি কোথায় ঘুমাচ্ছেন? আপনি জানেন না আজকে আমরা হাওরে আসব?’

ফোনের ওপ্রান্ত থেকে নির্বাহী প্রকৌশলী উত্তর দেওয়ার পর তিনি বলেন, ‘ও আপনে খোঁজ রাখেন নাই। কয় দিন লাগবে? শুনেন, সাত দিনের মধ্যে ড্যাম রিপেয়ার করবেন, না হলে আপনাকে কিন্তু রিপেয়ার কইরা দিমু। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না। সাত দিনের মধ্যে এটা করবেন। না করলে বুঝতে পারছেন তো, আপনারেই রিপেয়ার কইরা দিমু।’

পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ‘কৃষকরা অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এই র‌্যাবার ড্যামের কাজ শেষ।’


Side banner
Link copied!