• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নানার বাড়িতে বেড়াতে এসে প্রান হারলো হামজা


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১০:৪৬ পিএম
নানার বাড়িতে বেড়াতে এসে প্রান হারলো হামজা
নিহত বছর বয়সী আমির

 নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে  মৃত্যু হয়েছে সাড়ে তিন বছর বয়সী আমির হামজার নামের এক শিশুর । এ ঘটনাটি ঘটেছে  উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের  উপাদী ছৈয়াল বাড়ির পাশে খালে । 

নিহত আমির হামজা একই ইউনিয়নের ঘোরাদাড়ি মিয়াজী বাড়ির গোলাম মোস্তফা ও রহিমা বেগমের ছেলে । চার ভাই বোনের মধ্যে সে  সবার ছোট ।   উপাদী গ্রামের ছৈয়াল বাড়ির রফিক ছৈয়ালের নাতি।

স্থানীয়রা জানান, সকালে আমির তার খালাতো ভাই আব্দুর রহমান (৪) এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ।

নিহতের মামা আকরাম ছৈয়াল বলেন, “আমার বোন অসুস্থ। আমির ও তার খালাতো ভাই একসঙ্গে খেলছিল। হঠাৎ তাকে খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, ভাগিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

 মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  সালেহ আহাম্মেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ বিষয়ে থানায় এজটি অপমৃত্যুর মামলা হয়েছে ।


Side banner
Link copied!