• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০২:১৯ পিএম
কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৯ এপ্রিল) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)।

স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ জানান, ঢাকাগামী লেনে একটি চালবোঝাই ট্রাক ও প্লাস্টিক ড্রামবোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।


Side banner
Link copied!