• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাস্টারের ভুলে ভোগান্তি ট্রেন যাত্রীদের


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১০:৩২ পিএম
মাস্টারের ভুলে ভোগান্তি ট্রেন যাত্রীদের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মবিহীন রেললাইনে ট্রেনের যাত্রা বিরতি দেওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ২নং লাইনে যাত্রাবিরতি দিলে এ ভোগান্তির ঘটনা ঘটে।

ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে আহত হন এক যাত্রী। এ সময় ২নং লাইনে কোনো ট্রেন না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তবে এটিকে অনিচ্ছাকৃত ভুল বলছেন কেবিন মাস্টার মায়নুল হক।

জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনে ৩টি বিশাল প্ল্যাটফর্মে ১০টির বেশি রেললাইন রয়েছে। যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলো বেশিরভাগ সময় ১নং প্ল্যাটফর্মেই বিরতি দেয়। মঙ্গলবার বিকেলে প্রচুর যাত্রী ট্রেনের জন্য ১নং প্ল্যাটফর্মে অপেক্ষারত ছিলেন। কিন্তু ট্রেনটি ২নং প্ল্যাটফর্মে প্রবেশ করে। এতে বিপাকে পড়েন শত শত ট্রেন যাত্রী। বিশেষ করে নারী, শিশুসহ বয়োবৃদ্ধরা বেশি সমস্যায় পড়েন।

এতে যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। এ সময় আলী মাহমেদ নামে এক যাত্রী পড়ে গিয়ে আহত হন।আহত যাত্রী আলী মাহমেদ বলেন, আমার দুই হাতে দুটি ব্যাগ ছিল। ট্রেনটি প্ল্যাটফর্মবিহীন লাইনে দেওয়ায় আমি অনেকটা দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাই। পড়ে ডান পায়ে ব্যথা পেয়েছি।আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার (সিএসএম) মায়নুল হক  বলেন, আমার অনিচ্ছাকৃত ভুলে ট্রেনটি ২নং লাইনে বিরতি দিয়েছি। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছি।


Side banner
Link copied!