• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে আহমদীয়া মুসলিম জামাতের নামাজ সেন্টারে হামলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১০:১৮ পিএম
রাজবাড়ীতে আহমদীয়া মুসলিম জামাতের নামাজ সেন্টারে হামলা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষ যখন ফিলিস্তিনের পক্ষে সোচ্চার, ঠিক সেসময় ফিলিস্তিনদের প্রতি সমর্থনের কথা বলে আহমদীয়া মুসলিম জামাতের রাজবাড়ীর পাংশায় অবস্থিত বাহাদুরপুরের নামাজ সেন্টারে হামলা চালানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) আনুমানিক বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয় আহমদীদের নামাজ পড়ার স্থানটি দুমড়ে-মুচড়ে দেওয়া হয়েছে।আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিনের নামাজ ঘরটির চারপাশ থেকেই টিন কেটে ফেলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে দরজা ও জানালা। এছাড়া আজান দেওয়ার স্থান থেকে শুরু করে খুতবা দেওয়ার ডায়াসটিও ভেঙে ফেলা হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের আগ্রাসনবিরোধী স্লোগান দিতে দিতে রাস্তার পাশে অবস্থিত আহমদীদের নামাজ সেন্টারের কাছে পৌঁছালে মিছিল থেকে কিছু ব্যক্তি হঠাৎ করেই নামাজ সেন্টারে হামলা চালায়। এসময় হামলাকারীদের মাইকে সংযত হওয়ার আহ্বান জানানো হলেও তারা টিনের দেয়াল ও জানালাগুলো ভাঙতে থাকে।

নানান অজুহাতে বাংলাদেশে আহমদীয়া মুসলিম জামাতের সদস্যদের ওপর বিভিন্ন সময় কতিপয় উগ্র ধর্মান্ধরা আক্রমণ করে থাকে। বাহাদুরপুরে আহমদীয়া মুসলিম জামাতের নামাজ ঘরে সাম্প্রদায়িক এ আক্রমণের নিন্দা জানানোর পাশাপাশি হামলায় জড়িতদের বিচার দাবি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফিলিস্তিনিদের ওপর নির্মম অত্যাচার বন্ধে আহমদীয়া মুসলিম জামাতের বিশ্বপ্রধান এবং অন্য নেতারা বরাবরই বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধানদের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য প্রতিটি আহমদী সদস্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।আহমদীয়া জামাতের সদস্য পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক বিচার আদালতের তৎকালীন সভাপতি এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি স্যার চৌধুরী মুহাম্মদ জাফরুল্লাহ খান ছিলেন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনি জনগণের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ। তিনি ১৯৪৭ সালেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে দৃঢ় ও বলিষ্ঠ বক্তব্য রেখেছিলেন এবং সেখানে সম্ভাব্য নৈরাজ্যের বিষয়ে সতর্ক করেছিলেন, যা পরবর্তীকালে গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে এবং আজও করছে।বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম এ খান আহমদীয়া মুসলিম জামাতের একজন সদস্য এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাসের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় আর্তমানবতার সেবায় দিনরাত কাজ করে যাচ্ছে আহমদীয়া মুসলিম জামাতের সেবামূলক সংস্থা হিউম্যানিটি ফাস্ট ইন্টারন্যাশনাল।


Side banner
Link copied!