
ময়মনসিংহের ভালুকায় গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) রাতে কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাচিনা গ্রামের ট্রাকচালক মো. ইব্রহিম মিয়ার বাড়িতে সোমবার রাতে তার স্ত্রী সখিনা আক্তার একাই ছিলেন। সেই রাতে তাকে বেঁধে গোয়ালঘরের চাবি চায় এক নারীসহ ৯ মুখোশধারী চাবি না দেওয়ায় ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুটে নেয় তারা। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হুদা জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :