• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চকরিয়ায় যুবকের হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১০:০৪ এএম
মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চকরিয়ায় যুবকের হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়ায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে নুরুল আমিন ওরফে কালা সোনা (২৮) নামের এক যুবককে তুলে নিয়ে হাত কেটে নিয়েছে দৃর্বৃত্তরা। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড় ৮টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের রেললাইন এলাকায় ঘটেছে এ ঘটনা।
 

আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহত নুরুল আমিন বিএমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নুরুল আমিন ওরফে  কালা সোনা বাড়ি ফেরার পথে ৭-৮ জনের একটি দল তাকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মাদ্রাসার পাশ থেকে তুলে নিয়ে যায়। এরপর বিএমচর ইউনিয়নের মুবিন পাড়া এলাকর একটি বাড়িতে নিয়ে বেঁধে রেখে মারধর করে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়।

পরে ঘটনাটি জানাজানি হবার পর পরিবার সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে  আহত কালাসোনাকে উদ্ধার করে  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  তাকে চমেক হাসপাতালে রেফার্ড করে।

আহত কালা সোনার পিতা মোহাম্মদ ইউনুস জানান, বর্তমানে গুরুতর আহত অবস্থায় আমার ছেলে কালা সোনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে তুলে নিয়ে হাত কেটে দেওয়ার ঘটনায় স্থানীয় সৌরভ এবং শোয়াইব নেতৃত্ব দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। ঘটনার সময় জড়িত অন্যদের পরিচয় শনাক্ত করে মামলা করবো। 

শনিবার রাত ৮টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম  আলোকিত নিউজকে বলেন, যুবকের হাত কেটে দেওয়ার ঘটনায় কেউ এখনও অভিযোগ দেয়নি। তারপরও ঘটনার পর থেকে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Side banner
Link copied!