• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

দুই ঘণ্টার চেষ্টায় নিভল টঙ্গীর তুলার গোডাউনের আগুন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৯:৫৩ এএম
দুই ঘণ্টার চেষ্টায় নিভল টঙ্গীর তুলার গোডাউনের আগুন

গাজীপুরের টঙ্গীতে কাঁচা বাজার এলাকার একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুই  ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টায় আগুন লাগে ও ১১টায় নিয়ন্ত্রণ হয়।

স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর কলেজ গেট এলাকায় কাঁচা বাজারের একটি তুলার গোডাউনে হঠাৎ আগুন জ্বলে উঠে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর ও আগুনের সূত্রপাতের কারণ ও জানা যায়নি।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ মিয়া জানান, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই লাখ টাকার তুলা পুঁড়ে গেছে।২০ লাখ টাকার তুলা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।


Side banner
Link copied!