• ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সিরাজগঞ্জের মা ও শিশু কল্যান কেন্দ্রের স্বাস্থ্য সেবা সন্তষ্ট সিরাজগঞ্জবাসি


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৮:৪৭ পিএম
সিরাজগঞ্জের মা ও শিশু কল্যান কেন্দ্রের স্বাস্থ্য সেবা সন্তষ্ট সিরাজগঞ্জবাসি

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নয় দিনের ছুটি থাকলেও সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন।
রাজশাহী বিভাগীয় পরিচালকের নির্দেশক্রমে সিরাজগঞ্জ  পরিবার পরিকল্পনা কার্যালয়ের পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও থেমে নেই পরিবার পরিকল্পনার কার্যালয়ের মা ও শিশুদের সেবা কার্যক্রম। ঈদুল ফিতরের ছুটির মধ্যেও সদর উপজেলা পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  সরকারি নির্দেশনা মোতাবেক চালু রয়েছে সকল সেবা প্রদান। পরিবার পরিকল্পনার কর্মকর্তা ও কর্মচারীগণ পবিত্র ঈদুল ফিতরের পরিবারের সাথে আনন্দ ম্লান করে সরকারি নির্দেশনায় নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন স্বাস্থ্য সেবা কার্যক্রমে। নিজেদের আনন্দ উল্লাসকে বিসর্জন দিয়ে স্বাস্থ্য সেবায় 

বিভিন্ন শ্রেনিপেশার মা ও শিশুদের সু-চিকিৎসায় সময় কাটান। স্বাস্থ্য সেবায় নিজেদেরকে  ব্যতিব্যস্ততার মধ্যে দিয়ে ঈদের আনন্দ পার করেছেন। 
মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সাধারন রোগীর সেবা, গর্ভবতী মায়ের সেবা, সাভাবিক প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্য পরিচর্চা,  কিশোর কিশোরী সেবা,পরিবার পরিকল্পনা অস্থায়ী ও দীর্ঘ মেয়াদী সেবা প্রদান করা হয়।

ঈদের ছুটির নয় দিনে ১৫জন গর্ভবতী, ১৩ জন ডেলিভারী, ১৩ জন প্রসব পরবর্তী সেবা, এছাড়াও ৭ জন শিশু, ৬ জন কিশোর কিশোরী, ১২ জন সাধারণ রোগী এবং ১২ জন পরিবার পরিকল্পনা  বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

সেবা পেতে আসা গর্ভবতী মোছা. পাকিজা বলেন, আমি ৮ মাসের অন্ত:সত্বা শারীরিক অসুস্থতা দেখা দিলে বেসরকারি অনেক হাসপাতাল ঘুরেছি কোন গাইনী ডাক্তার পাইনি সুচিকিৎসা নিতে। অবশেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্র কার্যালয়ে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিশ্চিতে বাড়ি যাই। আমি ঈদের আগের দিন সরকারি স্বাস্থ্যসেবা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। 
ঈদের দিন সেবা নিতে আসা ডেলিভারী রোগী আল্পনা খাতুন( ২৮) বলেন - ইতিপুর্বে ঈদের সরকারী বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক বন্ধ থাকায় সেবা পেতাম না। এবারে মা ও শিশু কল্যাাণ কেন্দ্র চালু থাকায় নিরবিঘ্নে ডেলিভারি সম্পন্ন করা হয় এতে আমি ও আমার পরিবার স্বস্তির নিশ্বাস ফেলেছি। দায়িত্বরত সেবাকর্মিদের প্রতি শ্রদ্ধা জামাই।

মা ও শিশু কল্যান কেন্দ্রে স্বাস্থ্য সেবায় সার্বিক তত্বাবধায়নে ছিলেন- পরিবার পরিকল্পনা উপপরিচালক মো. রায়হানুল ইসলাম,সহকারী পরিচালক সিসি ডা. ওলিউল ইসলাম তালুকদার,মেডিকেল অফিসার ক্লিনিক ডা.তানিয়া ইয়াসমিন, এমওএমসিএইচএফপি ডা.মো.পারভেজ শেখ, 
এমওএমসিএইচএফপি ডা.মো.আল ইমরান ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো.নাজমুল হকসহ সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!