• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মতলবে জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রান হারলো যুবক


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:১০ পিএম
মতলবে জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রান হারলো যুবক

চাঁদপুর মতলবের নারায়ণপুরে কৃষি জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । 

সরজমিনে জানাযায় ৪ এপ্রিল সকাল সারে ৮টার সময় নারায়নপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামের মিজানুর রহমান মুন্সির ধান ক্ষেতে পাম্প মেশিন দিয়ে পানি দিতে যায় একই গ্রামের দরবেশ বাড়ীর আলী আর্শাদের ছেলে শরিফ  (২৮) । ওই জমিতে ইদুর মারার জন্য বিদুৎের অবৈধ লাইন টেনে ফাঁদ পেতে রাখা ছিল । পাম্প মেশিন চালু করতে পাশের ডুবা থেকে পানি আনতে গিয়ে বিদুৎপৃষ্টে আহত হয়  শরিফ । 

পরে মিজান মুন্সির বাড়ীর লোকজন তাকে উদ্বার করে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।  শরিফের দুলাভাই রাকিব বলেন শরিফের মৃত্যুর খবর পেয়ে ছোটে এসেছি। মিজান মুন্সি যদি ইদুর মারতে বিদুৎের ফাঁদ পাততো তাহলে ভোরবেলা খুলে ফেলতো কিন্তুু তিনি তা করেননি । তরা কারনেই শরিফের মৃত্যু হয়েছে । মিজান মুন্সির বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি । তার স্ত্রী নয়নমনি বেগম জানান কি কারনে বিদুৎপৃষ্ট হয়েছে তা আমরা জানিনা । 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এবং অবৈধ বিদুৎলাইনের তার উদ্ধার করে থানায় নিয়ে যায়। মতলব দক্ষিন থানার ওসি সালেহ আহাম্মদ বলেন লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মার্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে 


Side banner
Link copied!