
এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ১০ নং জাহাজমারা ইউনিয়নের অন্তর্ভুক্ত বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান। পহেলা মার্চ, রবিবার সকাল ০৯টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় প্রিয় প্রাঙ্গণ।
প্রথম অধিবেশনে ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের পরিচিতি পর্ব এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্মৃতিচারণমূলক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অতিথিরা। ১৯৯৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ফটোসেশন ও তাদের অনুভূতির প্রকাশ এই অধিবেশনের অন্যতম আকর্ষণ ছিল।
দ্বিতীয় অধিবেশনে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং খাবার বিতরণ ছিল দ্বিতীয় অধিবেশনের মূল অংশ। বন্ধুত্বপূর্ণ পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেকেই।
তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পায় বিদ্যালয় চত্বর। শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশনা মনোমুগ্ধকর মুহূর্ত সৃষ্টি করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যা উপস্থিত সবার জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম মোজাহিদ ইকবাল।
এই মহতী আয়োজনেরপৃষ্ঠপোষক ছিলেন KD Sourcing International Ltd. গ্রুপের এমডি দিদারুল ইসলাম শিপন। আয়োজক কমিটির প্রধান ছিলেন মোঃ বাবুল মাষ্টার, আলতাফ হোসেন, মোঃ সোহেল মাষ্টার এবং ব্যাচভিত্তিক সমন্বয়কগণ। তথ্য চিত্রে সহযোগিতা করেছেন মোঃ রাকিব উদ্দিন (২০১৬ ব্যাচ)।
প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানটি স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে, যা বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধনের দৃঢ়তা আরও বাড়িয়ে তুলবে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :