
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট এলাকার মৃত তোফায়েল আহমদের ছেলে জহির উদ্দীন (৫০)। প্রাণঘাতী লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট এলাকার বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্মগতভাবে জহির প্রতিবন্ধী। তার বাবাও প্রতিবন্ধী ছিলেন।বড় হওয়ার পর থেকে তিনি তার বাবার মতো ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী, এক বোন ও বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার। তার এমন পরিস্থিতিতে স্ত্রী, বোন ও মা দুঃশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র ভরসা জহির।তার এমন পরিস্থিতি অভিভাবক শূন্য এ পরিবারটি।
দুই বছর আগে লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন জহির। ধীরে ধীরে সেসব রোগ তার শরীরে নানা জটিলতা তৈরি করে। বর্তমানে তার পরিস্থিতি আশঙ্কাজনক।
অর্থের অভাবে ভালো কোনো হাসপাতালে ভর্তি হতে পারেননি জহির। তার চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা-
বিকাশ পার্সোনাল- ০১৭৩৫৫২৩৭২৫
আপনার মতামত লিখুন :