• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মুসলিম উম্মাহের মুক্তি কামনায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০২:৫৫ পিএম
মুসলিম উম্মাহের মুক্তি কামনায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জে মুসলিম উম্মাহের প্রধান ধসমীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

 

হবিগঞ্জ শহরস্থ সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৮টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা। 

 

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ বছর প্রথমবারের মতো বিদ্যালয় ক্যাপাসে উক্ত জামাতের আয়োজন করা হয়।

 

উক্ত জামাতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লিগণ অংশগ্রহণ করেন। 

 

তবে খোলা আকাশের নিচে কেন্দ্রীয় ঈদগায়ের পর পরই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ঈদের জামাত হিসেবে উল্লেখ করেন মুসল্লীগণ।

কেউ কেউ বলেন ভবিষ্যতে বিদ্যালয় পুরো ক্যাম্পাস জনসমুদ্রে পরিনত হবে।

 

ইমাম সাহেব নামাজ ও খুৎবা শেষে মুসল্লীগণকে নিয়ে সকল মুসলিম উম্মাহের মুক্তি কামনায় মহান আল্লাহতায়ালার দরবারে দোয়া প্রার্থনা করেন।


Side banner
Link copied!