
সিলেটের তামাবিল স্থলবন্দরে ১২ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ (বুধবার) থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
জানা গেছে, ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সব কটি বন্দরের সঙ্গে মিল রেখে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
৭ এপ্রিল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে জানিয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পাথর আমদানিকারক গ্রুপ আমাদের একটি চিঠি দিয়ে জানিয়েছে, তারা আমদানি কার্যক্রম বন্ধ রাখবে। আমাদের সরকারি বন্ধ যেটা সেটাই। তাদের চিঠির আলোকে বলা যায়, আমদানি কার্যক্রম ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টম হাউস বা স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধু ঈদের দিন শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :