• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মীর দেওহাটা যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০১:৫৪ পিএম
মীর দেওহাটা যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন

পবিত্র মাহে রমজান উপলক্ষে মীর দেওহাটা যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ, শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা ৫নং ওয়ার্ডের হাজীপাড়া প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই ইফতার মাহফিল উনুষ্ঠিত হয়।

 

এলাকার ধর্মপ্রাণ ছাত্র ও যুবকদের অংশগ্রহণণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রমজানের ফজিলত ও ইফতারের গুরুত্ব নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

উক্ত ইফতার মাহফিলে যুবকরা বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা, নিজেদের মধ্যে সৌহার্দ্য তৈরি করা। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন চালিয়ে যাব এবং আগামী বছর আরো বৃহৎ পরিসরে ইফতার পার্টির আয়োজনের চেষ্টা থাকবে ।

 

ইফতার শেষে গ্রাম ও সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।


Side banner
Link copied!