
লক্ষীপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামি সংস্কৃতির অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিলে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
গত ৭ মার্চ ২০২৫ ইং তারিখে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে লক্ষীপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজন করা হয়েছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল ও ইফতার।
শুভেচ্ছা বক্তব্যের মাধ্যামে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব আবু তাহের সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, কবি জসিমউদদীন হল ছাত্রদলের সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নূরুল হক জিতু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সেলিম সরকার, বদরুদ্দোজা বদু,মহন সরকার,মনিরুজ্জামান মহন মাস্টার, শওকত সরকার, মোজাম্মেল প্রধান, আবুল হোসেন মাস্টার,জাহাঙ্গীর প্রধান,আলাউদ্দিন, জুয়েল সরকার, শহিদউল্লাহ প্রধান, আবু সায়েম মেম্বার, আব্দুল কাদির খান, কবির সরকার, সাইফুল সরকার বাবু,সবুর খান সহ এলাকার অন্যান্য গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
দীর্ঘ ৪০ বছর পর মাদ্রাসাটি চালু হওয়ায় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মাদ্রাসার শিক্ষা-কার্যক্রম যাতে চলমান থাকে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মরহুম সফিকুল ইসলাম সাহেবের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উচ্ছ্বাস প্রকাশ করে একজন মুসল্লি জানান," এতো বড় এবং সুন্দর অনুষ্ঠান এযাবৎ কালে লক্ষীপুরে হয়নি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা পুরো লক্ষীপুরের মানুষ আজকে এই মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছি। আমরা খুবই আনন্দিত। এরকম অনুষ্ঠান ভবিষ্যতে যাতে আরও বেশি বেশি হয়।"
অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রায়ত সফিকুল ইসলাম সাহেবের ছেলে জনাব আহমেদ মঈন।
আপনার মতামত লিখুন :