• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ভূমি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিকের দুর্নীতি: স্থানীয়দের ক্ষোভ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০২:০৫ পিএম
ভূমি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিকের দুর্নীতি: স্থানীয়দের ক্ষোভ

মণিরামপুর উপজেলা, কুলটিয়া ইউনিয়নের গাবরডাঙ্গা, দীর্ঘদিন ধরেই ভূমি সহকারি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিকের বিরুদ্ধে জমি সংক্রান্ত নানা ধরনের দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠে, তবে আজও প্রশাসনিক স্তরে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের আস্থাভাজন হওয়া এই বিঞ্চুপদ মল্লিক যখন গোপালপুর তহশিল অফিসে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেসময়, গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ঘরগুলোর নামমাত্র বরাদ্দের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করেন। প্রতিটি ঘর বরাদ্দের জন্য তিনি এক লাখ টাকা করে ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। যদিও এই বিষয়ে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

২০২২ সালে বিঞ্চুপদ মল্লিকের বদলি হয়ে নেহালপুর তহশিল অফিসে যোগদান করেন। সেখানে তার দুর্নীতি আরো বেড়ে যায়। মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের মৃত কিংকর সরকারের একমাত্র মেয়ে জয়ত্রী রানী সরকারের জমির ওয়ারিশ বাদ দিয়ে সুফল নামে এক ব্যক্তির নামে জমি নামপত্তন করেন তিনি। এই ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) আলী হোসেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং নামপত্তন বাতিল করেন।

এছাড়া, নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের নুর মোহাম্মদ গাজী ও তার দুই ছেলের মধ্যে জমি নিয়ে বিবাদ সৃষ্টি হলে আদালতের নির্দেশে প্রতিবেদন জমা দিতে বলেন বিঞ্চুপদ মল্লিক। কিন্তু অভিযোগ উঠেছে যে, তিনি দেড় লাখ টাকা ঘুষ নিয়ে বড়ভাই কামরুজ্জামানের পক্ষের প্রতিবেদন দাখিল করেছেন। এতে ক্ষুব্ধ ছোটভাই মঈনুল ইসলাম বিঞ্চুপদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ করেন।


ভুক্তভোগীদের দাবী, ভূমি সহকারি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। যাতে ভূমি সেবায় রাষ্ট্রীয় ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
 


Side banner
Link copied!