• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৪:৩৭ পিএম
সিরাজগঞ্জে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

সিরাজগঞ্জে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

গতকাল শনিবার রাতে উপজেলার সোনামুখি বাজারে ‘শিখা স্মৃতি সার্বজনিন দুর্গা মন্দিরে’ এ ঘটনা ঘটে বলে মন্দিরের তত্তাবধায়ক যতন কুমার কর্মকার জানান। সংবাদ পেয়ে রোববার সকালে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) দেওয়ান আকরামুল হক ও কাজিপুর থানার ওসি নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরের তত্তাবধায়ক যতন কুমার কর্মকার বলেন, রোববার ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পাই। পাকা মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়া দেওয়া আছে।

কে বা কারা বাইরে থেকে মন্দিরের ভেতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমাটি ভেঙে মেঝেতে ফেলে রেখেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের বেলায় কে বা কারা মন্দিরে থাকা একমাত্র সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে। জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে।


Side banner
Link copied!