
চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩ নং ওয়ার্ডের মতলব পুর্ব বাজারে অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।
সরজমিনে জানাযায় ২৭ ফেব্রুয়ারী সন্ধা সারে ৭টায় মতলব পুর্ব বাজারে মেহেদী মাইক ও সাউন্ড সিস্টেমের দোকানসহ প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায় । বেশীর ভাগ দোকান ওই সময় বন্ধ ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ ও বনিক ও জন কল্যান সমিতির সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সহ সভাপতি মজিবুর রহমান সরকার, সাধারন সম্পাদক ফয়সাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন ।
ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।
আপনার মতামত লিখুন :