• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

শায়েস্তাগঞ্জে গ্রাম্য সমস্যার আইননি সচেতনতা বৃদ্ধি মূলক মতবিনিময় সভা


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৮:০৭ পিএম
শায়েস্তাগঞ্জে গ্রাম্য সমস্যার আইননি সচেতনতা বৃদ্ধি মূলক মতবিনিময় সভা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

এতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

 

এতে অংশ নেন স্থানীয় জনগণ , ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি , কর্মকর্তা - কর্মচারী , গ্রাম পুলিশ -দফাদার , সমাজসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগণ । 

 

সভার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়াকে সহজ করা এবং স্থানীয়দের আইনি সচেতনতা বৃদ্ধি করা এ বিষয়ে উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) তুলি মিনা পারভীন গ্রাম আদালতের কার্যক্রম ও সচেতনতা মূলক দিক তুলে ধরেন এবং গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার পরামর্শ প্রদান করেন । সভায় গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং গ্রাম্য নাটকের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম চিত্রিত করা হয় , যাতে স্থানীয়রা এ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন । সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পেশকার মোঃ আকরাম আলী বলেন , মতবিনিময় সভার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য এটি গুরুত্বপূর্ণ সকলেই ভূমিকা রাখতে হবে ।  

 

গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার লাকি আক্তার , তাজুল ইসলাম মেম্বার , খলিল মিয়া মেম্বার , খলিলুর রহমান মেম্বার , সোহেল খান মেম্বার , জলফু মিয়া , আব্দুল আজিজ , সিরাজ মিয়া , সুজন মিয়া , আব্দুস শহিদ , দফাদার মাহফুজ মিয়া প্রমূখ । বক্তারা বলেন ,স্থানীয় পর্যায়ে আইনি সেবা সহজ লভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আর-ও প্রসারিত করার আহবান জানান ।


Side banner
Link copied!