• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে দূর্বৃত্তের আগুনে পুড়ে গেল বৃদ্ধের কাভার্ড ভ্যান


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:০৯ পিএম
সিরাজগঞ্জে দূর্বৃত্তের আগুনে পুড়ে গেল বৃদ্ধের কাভার্ড ভ্যান

সিরাজগঞ্জের রতনকান্দিতে গভীর রাতে  দূর্বৃত্তের আগুনে পুড়ে গেল এক বৃদ্ধের কাভার্ড ভ্যান। 

 

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার রতনকান্দি  ইউনিয়নের কুড়ালিয়া উত্তর পাড়ায়। 

 

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে কে বা কারা পূর্ব শক্রতার জের ধরে পাকা রাস্তার পাশে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পুড়ে দেয়। 

 

এতে ওই বৃদ্ধের প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। কাভার্ড ভ্যানের মালিক আ. সোবাহান মন্ডল জানান, মঙ্গলবার  দিবাগত গভীর রাতে কে বা কারা পূর্ব শক্রতার জের ধরে পাকা রাস্তা র পাচে থেমে থাকা আমার মালিকাধীন এস.টি- টু একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পুড়ে দেয়। পরে বুধবার সকালে পথচারীদের নজরে আসলে তাদের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কাভার্ড ভ্যানটি সম্পূর্ণ পুড়ে ভীস্মভুত হয়েছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

 

 তিনি স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে গান্ধাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনাটি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান । 

এ ঘটনায় ভুক্তভোগীর নাতি লিটন জানান- আমার দাদা এই কাভার্ড ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এতে আমার দাদার অপিরনীয় ক্ষতি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


Side banner
Link copied!