• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:২৯ পিএম
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। তার নাম সীমা বেগম (৪০)। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
জানা যায়, রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সীমাকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী আক্তার হোসেন জানান, সন্ধ্যার দিকে নিজের মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা তার স্ত্রীকে কুপিয়ে ২ হাজার টাকা ও তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি খবর পেয়ে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তার স্ত্রী সীমা আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় সীমা নামের একজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Side banner
Link copied!