
সুনামগঞ্জের ছাতকে তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার" এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলিম, সাকির আমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসির সিনিয়র ক্লিনিক ম্যানেজার স্বপ্না বেগম, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেছাতক উপজেলারআহবায়ক এহসানুল মাহবুব জুবায়ের, ছাতক বিদ্যুৎ উন্নয়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপ প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ, ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শাহরিয়া, এলজিইডির উপ-সহকারী মো. নুরুজ্জামান, সঞ্জয় সিংহ, সার্ভেয়ার অনুপম চৌধুরী, অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, এ কে এম নুর-ই-আলম, এলজিইডি অফিসের ওয়ার্ক এসিস্টেন্ট রিয়েল দেবনাথ, মো. আবু বক্কর সিদ্দিক, মো. হাফিজুর রহমান, আরাফাত হোসেন রাব্বি।
আপনার মতামত লিখুন :