• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মতলব দক্ষিনে ২ কেজী গাজাসহ এক মাদক ব্যবসসয়ী গ্রেফতার


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:৩৫ পিএম
মতলব দক্ষিনে ২ কেজী গাজাসহ এক মাদক ব্যবসসয়ী গ্রেফতার

মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী  গ্রেফতার করা হয়েছে ।

গত ২৫ ফেব্রুয়ারি ভোররাতে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ্ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স গোপন সাংবাদের ভিক্তিতে উপজেলার নারায়ণপুর পৌরসভার   চারটভাঙ্গা কালবার্টের এলাকা হইতে দুই কেজী গাজাসহ উত্তর কালীকাপুর গ্রামের চেরাগ আলীর ছেলে 
আক্তার হোসেনকে আটক করা হয় । 

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায়  আসামী আক্তার হোসেন কে আদালতে প্রেরন করা হয়েছে ।

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন দুইকেজী গাজাসহ আসামী আক্তারকে আদালতে প্রেরন করা হয়েছে ।
 


Side banner
Link copied!