
এনডিপি’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সোমবার দিনব্যাপী উপজেলার ঝাঐল ইউনিয়নের আওতাধীন চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরবড়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলোকিত গ্রাম কর্মসূচির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আ. মান্নান সেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপপরিচালক ও এনডিপি ফিড-এর মহাব্যবস্থাপক আবু নাইম মো. জুবায়ের খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনডিপি’র সহকারী পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) মো. মিজানুর রহমান এবং সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
আপনার মতামত লিখুন :