
মতলব দক্ষিনে দশপাড়া সিরাজুম মুনিরা মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার (২০২৫) পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় মাদরাসা ক্যাম্পাসে মাদরাসার প্রতিষ্ঠাতা ও কৃষি অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক সিরাজুল হকের সভাপতিত্বে ও অতিথী উপস্থাপক উম্মে আজিজা আলিহার
সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব জাকির হোসেন কামাল, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ । মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান অপু , মাদরাসার প্রধান শিক্ষক হুসনেয়ারা বেগম, মাদরাসার কমিটির সদস্য মিজানুর রহমান, অভিবাভক সদস্য আবুল কাশেম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক হাসান মাহমুদ, ইমরান হোসেন, নার্গিস আক্তার, আসমা আক্তার, নুরহাজান বেগম, আফরিন রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা । অনুষ্ঠানে কোরআন তালাওয়াত করেন ৫ শ্রেনী ছাত্রী আশামনি । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :