• ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৯:১৪ পিএম
বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের ১৩টি কোম্পানীর ডাকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।
এ সময় তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে ।  

রবিবার (২৩ ফেব্রুয়ারি  সকাল ৮টা থেকে হবিগঞ্জ গ্যাস ফিল্ড  এলাকায়  শ্রমিক কর্মচারীরা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে।

পেট্রো বাংলার আওতাধীন ১৩ টি কোম্পানির শ্রমিকরা একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 
বেতন-ভাতা বৈষম্যের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

রবিবার সকাল থেকে কর্মস্থলে না গিয়েল হবিগঞ্জ গ্যাস ফিল্ডের  প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। দাবি আদায় না হলে এই আন্দোলন সচল থাকবে।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়ন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের সমন্বয়ক সেবুল আহমেদ, হাবিবুর রহমান।
 


Side banner
Link copied!