• ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


FavIcon
মোঃআলী হোসেন,সাভারঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৮:১৬ পিএম
বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাভার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার  ( ২৩ফেব্রুয়ারি ) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৮নং  ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার বয়েজ এন্ড গার্লস স্কুলের সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের সদস্য মো. আব্দুল কুদ্দুস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা মোঃ জলিল মিয়া, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ মকসুদুল আলম, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা ইলিয়াস আহমেদ, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা সরোয়ার হোসেন, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা বেদন সরকার, আল - ইহসান সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাভার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের রমজান আলী, অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক মন্ডলী সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার প্রতি উদ্বুদ্ধ করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।


Side banner
Link copied!