• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সমাজতান্ত্রিক দল বাসদের দাবী আদায়ের কর্মসূচি পালিত


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:৫৬ পিএম
সমাজতান্ত্রিক দল বাসদের দাবী আদায়ের কর্মসূচি পালিত

সপ্তাহ ব্যাপি দাবী আদায়ের কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। 
রবিবার (২৩ ফেব্রুয়ারী)  বিকেল ৪টায় ছোনগাছা বাজারে বাসদ কৃষক ফ্রন্টের  ছোনগাছা শাখার সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে  দাবী আদায় কর্মসুচী পালন করা হয়।
জনগণের দাবী আদায়ের লক্ষ্যে ২২ হতে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত কর্মসূচির অংশ হিসাবে রবিবার ছোনগাছা বাজারে অনুষ্ঠানে বক্তব্য রাখেন - বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক নব কুমার কর্মকার।
বক্তারা বলেন- জনগণের ক্রয় ক্ষমতা অনুকুলে রাখতে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। সিন্ডিকেট ভাঙ্গতে প্রদক্ষেপ গ্রহন করতে হবে। সারাদেশে নৈরাজ্যের অবসান , নারী ও শিশু  নির্যাতন রোধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সংস্কার করে দ্রত জাতীয় নির্বাচনের দাবী জানান। 
এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন- কৃষক ফ্রন্টের সহ সাধারন সম্পাদক এমদাদুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, 
সমাজতান্ত্রিক দল বাসদের বাগবাটী ইউনিয়ন শাখার আহবায়ক আবুসামা প্রমুখ।
২২ ফেব্রুয়ারী হতে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সদর উপজেলার হাট- বাজারে এ কর্মসূচি পালন করা হবে।
 


Side banner
Link copied!