• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

রংপুরে বজ্রপাতে মায়ের মৃত্যু, ছেলে আহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:৪৩ পিএম
রংপুরে বজ্রপাতে মায়ের মৃত্যু, ছেলে আহত

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রংপুরে বদরগঞ্জে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালীগঞ্জের মণ্ডলপাড়ায় আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় মা সাহিদা বেগম ও ছেলে আনিছুর রহমান আলুখেতে কাজ করছিলেন। বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে নুয়ে পড়ে মারা যান। অসুস্থ হয়ে পড়ে ছেলে আনিছুর রহমান (৪৫)। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
 


Side banner
Link copied!