• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শরীয়তপুরে বৈদ্যুতিক ফাঁদে স্বামী-স্ত্রীর মৃত্যু!


FavIcon
নুরুজ্জামান শেখ:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৯:৫৩ পিএম
শরীয়তপুরে বৈদ্যুতিক ফাঁদে স্বামী-স্ত্রীর মৃত্যু!

শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে ইদ্রিস খাঁ ৬৫ ও তার স্ত্রী শেফালি বেগম ৬০ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার নাঁওডোবা ইউনিয়নের বালিয়া কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ দম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই জমির ভুট্টা বন্যপ্রাণী শজারু থেকে বাঁচানোর জন্য তারের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। শনিবার সকালে জমিতে দেওয়া বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালি বেগম এক সঙ্গে ভুট্টা ক্ষেতে প্রবেশ করেন। এসময় অসাবধানতা বসত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্ত্রী সেফালি বেগম বাঁচানোর জন্য তাকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে দু’জনেই ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


Side banner
Link copied!