• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎযাপন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:৪৫ পিএম
হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎযাপন

বর্ণাঢ্য আয়োজনে প্রাক্তন ও অধ্যায়নরত শিক্ষার্থী মিলন মেলায় হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে থেকে সারা দিন অনুষ্টান চলে। শুরুতে শহরের সায়েস্তানগরের প্রতিষ্ঠানের সামন থেকে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে এক বণার্ঢ্য র‍্যালী বের করা  হয়। রেলীটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সভায় মিলিত হয়।

উক্ত বিদ্যালয়ের প্রক্তন ছাত্র অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড.মোহম্মদ জহিরুল হক এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। উদ্ধোধন করেন সাবেক পৌর মেয়র আলহজ্ব জি কে গউছ।

বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভি সি প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফল মুনিম,হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, প্রফেসর মো. হারুন মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষার্থী ডাঃ সাখাওয়াত হাসান জীবন, স্কুলের প্রধান শিক্ষক শাহ মো.আবুল হাসান। 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, শিক্ষকদের একটা দায়িত্ব ছাত্র-ছাত্রীদের মাঝে স্বপ্ন জাগিয়ে তোলা। শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যতের জন্য তারা যেন মানবসেবার ব্রত নিয়ে কাজ করে। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। 
 


Side banner
Link copied!