• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলী জিন্নার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:৫৫ পিএম
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলী জিন্নার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলীজিন্না শুক্রবার সকালে চিকিৎসারত অবস্থায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।  এই বীর মুক্তিযোদ্ধাকে শুক্রবার বিকেল ৫ টায় কুটিরচর মসজিদ  প্রাঙ্গণে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই বীর মুক্তিযোদ্ধা কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মৃত কোবাদ হোসেন আকন্দর ছেলে। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর নেতৃত্বে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী মো. শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জামিল। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, মরহুমের স্বজন এবং স্থানীয় জনগণের একাংশ। 
 


Side banner
Link copied!