• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিক পালন


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:৫০ পিএম
সিরাজগঞ্জে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

জাতীয়তাবাদী তাঁতীদলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার(২২ ফেব্রুয়ারী)  সিরাজগঞ্জে  জেলা  তাঁতী দল বর্ণিল আয়োজনে নানা কর্মসূচী পালন ক রা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা  বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

ভোরে সূর্য উদয়ের সাথে সাথে ইবি রোডস্থ দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন তাঁতীদলের নেতাকর্মীরা।

সকাল ১১ টায় পৌর ভাসানী মিলনায়তনে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা তাঁতীদলের আহবায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম,সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম 
দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ তাঁতী বিষয় সম্পাদক মোঃ আলম,জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি, উল্লাপাড়া উপজেলা তাঁতীদলের সভাপতি মো.ইউসুফ আলী,
জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব হাফেজ মাওলানা নুর নবী হুসাইন সহ  আরো অনেকে।  আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আনন্দমুখর বর্ণাঢ্য র‌্যালিটি শহরে প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপানে শেষ হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
 


Side banner
Link copied!