• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৮:১৫ পিএম
সিরাজগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন -বায়ান্নর এই দিনে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। একুশের মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো। শুক্রবার ভোরে সিরাজগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপি'র প্রভাত ফেরিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ নিয়ে এসব কথা বলেন। মাতৃভাষার আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ আরো বলেন -একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে অত্যাচার নির্যাতনের মুখেও পিছু না হটে ছাত্র জনতা যে গণআন্দোলন  গড়ে তোলে এই গণআন্দোলন গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটে। 
শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে নেতাকর্মি জমায়েত হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু নেতৃত্বে প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইবি রোডস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,ইমরুল কায়েস প্রেম,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 


Side banner
Link copied!