• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে সয়াবিন সংকট-টাকা বেশী দিলে বেড়িয়ে আসে


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:৪১ পিএম
সিরাজগঞ্জে সয়াবিন সংকট-টাকা বেশী দিলে বেড়িয়ে আসে

সিরাজগঞ্জের খোলা বাজারে সয়াবিনের সংকটে কাজে লাগিয়ে এক শ্রেণীর স্বার্থন্বেষী ব্যবসায়ী বাড়তি দামের সুবিধা ভোগ করছে। অভিযানের ভয়ে কোন দোকানের শোরুম সয়াবিনে বোতল বা প্যাকেট নেই। বেশী দামে বিক্রি করতে দোকানিরা গোপন স্থানে রেখে দেয়া হয় । বিশ্বস্ত্র ক্রেতা এলে অন্যস্থান থেকে এনে তেল দেয়া হয়। এজন্য প্রতি লিটারের দাম নেয়া হয় ১৮০ থেকে ২২০ টাকা।
বেশ কিছুদিন যাবত বাজারে তেলের কৃত্তিম সংকট তৈরী করা হচ্ছে। তেল চাইলেই সরাসরি না করা হয়। তেল নেই। এজন্য সকল শ্রেণীর মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সয়াবিন সংকটে সরিষার তেলের দামও বাড়ছে। ক্রেতার চাপ বাড়ায় সরিষার তেলের দামেও বাড়ছে। ইতিপুর্বে তেলের দাম ছিলো ১৭০ টাকা লিটার  এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা লিটার । প্রচন্ড চাপ বাড়ায় সরিষার সংকট বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানান। অপর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন খুচরা ব্যবসায়ী বলেন- বেশি দামে সয়াবিন কিনতে হচ্ছে। সরকারের নির্ধারিত  দামে বিক্রি করতে চাপ দেয়া হলেও সম্ভব না। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত চলছে । ভয়ে তেল গোপন স্থানে সরিয়ে রাখা হচ্ছে।  বিশ্বস্ত ক্রেতা আসলে তার কাছে বাড়তি দামে সয়াবিন বিক্রি করা হয়। সিরাজগ তেল কিনতে আসা মনিরুল ইসলাম বলেন- ৫ লিটার তেল ক্রয় করলাম ১১০০/ টাকা দিয়ে। তেলের তীব্র সংকট চলছে বলে জানালেন দোকানী। 
 
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারি পরিচালক মো.সোহেল সেখ বলেন, আমি ছুটিতে আছি। এসেই অভিযান চালাবো। 
 


Side banner
Link copied!