• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

মতলবে ঋণগ্রস্থ হয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যা 


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৮:৩৩ পিএম
মতলবে ঋণগ্রস্থ হয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যা 

মতলব দক্ষিনে ঋণগ্রস্থ হয়ে প্রনব চন্দ্র দাস (৫৫) নামের এক পান ব্যবসায়ী আত্মহত্যা করেছে । বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার উপাদী দক্ষিন ইউনিয়নের দক্ষিম পিংড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

 

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ব্যবসায়িক ও পারিবারিক বিভিন্ন কারণে ঋণগ্রস্থ হয়ে মানসিকভাবে চাপে ছিলেন  । ঘটনার দিন সকালে পরিবারের সকলের অগোচরে নিজ ঘরের সিলং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়।

 

 

প্রনবের স্ত্রী শিলা রানী বলেন, গত কয়েক দিন যাবত আমার স্বামী ব্যবসায়ীক ও পারিবারিক ঋণের কারণে সব সময় চিন্তায় মগ্ন থাকতেন। কারো সাথে কোন কিছু বলতেন না। প্রতিদিনের মত সকালে আমি রান্না ঘরে কাজের জন্য যাই । পরে ঘরে এসে দেখি ফ্যানের সাথে আমার মেয়ের ওড়না দিয়ে স্বামী ঝুলে আছে । পরে বাড়ীর লোকজন এসে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

 

 

ওসি সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে রয়েছে।


Side banner
Link copied!