• ঢাকা
  • বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মতলব দক্ষিনে ১৬ কেজি গাজাসহ মাদক ব্যবসাসী আটক


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:২৯ পিএম
মতলব দক্ষিনে ১৬ কেজি গাজাসহ মাদক ব্যবসাসী আটক

চাঁদপুরের মতলব দক্ষিনে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাংগা (বাংলাবাজার) এলাকায় থেকে ১৬ কেজী গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

 

আজ ৪ ফেব্রুয়ারি সকাল ৬টার সময় গোপন সংবাদের ভিক্তিতে এসআই জীবন চৌধুরী ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১৬ কেজী গাজাসহ নাইমুল হক নিশাত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসে । ঘটনাস্থ থেকে কবির হোসেন পগু ও সিহাব গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। আটক নিশাতের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামে তার পিতার নাম গাজী মোঃ জামাল উদ্দিন সজল। 

 

এলাকার একাধিক ব্যাক্তিরা জানান দক্ষিন ডিঙ্গাভাংগা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায় খোরশেদ, করির হোসেন পগু, সিহাব এলাকায় দির্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে । আমাদের এলাকার যুব সমাজ মাদকের বিরোদ্ধে আন্দোলন করে আসছে । এরই ধারাবাহিকতায় কিছুুদিন আগে নেছার আড়ং বাজারে মাদক বিরোধী সমাবেশ ও আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী জহির মিজির বিরোদ্ধে মতলবে মানব বন্ধন করেছে । 

 

এ বিষয়ে এলাকার বোরহান বকাউল ও রবিউল আলম বলেন আমরা মাদকের বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি । আমারদের এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেবনা । এলাকায় জহির মিজি ও খোরশেদ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারনে ধংষ হচ্ছে যুব সময়জ। এই যুব সমাজকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে কাজ করছি । 

 

আটক আসামী নিশাত বলেন, গাড়ীতে ১৬ কেজী গাজা রয়েছে । এ গাজা সে সহ দক্ষিন ডিঙ্গাভাংগা গ্রামের খোরশেদের ভাই কবির হোসেন পগু, সিহাব তারা তিন জনে মিলে এনেছে। এর আগেও একবার তারা তিন জনে মিলে ১৬ কেজী গাজা এনেছিল ।

 

এ বিষয়ে উদ্ধারকারী অফিসার এসআই জীবন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৬ কেজী গাজাসহ নাইমুল হক নিশাত নামে এজজনকে আটক করি এবং একটি মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসি । দুজন আসামি পালিয়ে গেছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াদিন। 

 

ওসি সালেহ আহাম্মদ বলেন, আসামীকে মাদক মামলায় আদালতে প্রেরন করা হবে । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।


Side banner
Link copied!