সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত: জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলো, গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সজিব (২১) সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কালীবাড়ি এলাকার একরামুল হোসেনের ছেলে মনসুর আলী ওরফে মনসুর (৫৫)।
রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা সম্ভব হলেও আরো ৫/৬জন ডাকাত পালিয়ে যায়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, দুইটি হাসুয়া, একটি তালা কাটার মেশিন, একটি হাতুরী ও শাবলসহ বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সিরাজগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :