হবিগঞ্জ ৬০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছে দাম চাওয়া হচ্ছে দেড় লাখ টাকা।
মাছটির সন্ধ্যা রাতে ১লাখ১৫ হাজার টাকা বিক্রি করা হয়ছে বলে জানাগেছে ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) হবিগঞ্জে মাছের মেলায় বিশাল আকৃতির মাছটি বৈরভ থেকেও নিয়ে এসেছেন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং গ্রামের আনু মিয়া।
পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার মাঠে সোমবার সকাল থেকে মেলা শুরু হয়েছে।
একদিনের মেলা হলেও সোমবার দুপুর্ থেকে শুরু হয় বুধনার দুপুর পর্যন্ত মেলায় বেচাকেনা চলবে। এ মেলায় পাঁচ শতাধিক বিক্রেতা অন্তত কয়েক কোটি টাকার মাছ বিক্রি করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
বড় মাছ বিক্রেতাদের মধ্যে রয়েছেন বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের মানিক মিয়া, কিশোরগঞ্জে কুলিয়ারচরের লইমরান আহমেদ ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মুদ্দত মিয়া।
তারা জানান, গভীর রাত পর্যন্ত মেলায় মাছ বেচাকেনা চলবে। এত তাড়াহুড়ো নেই। পছন্দের দাম পেলে তবেই তারা মাছ বিক্রি করবেন।
মানিক মিয়া জানান, তিনি প্রায় চার লাখ টাকার মাছ বিভিন্ন স্থান থেকে কিনে এনেছেন। এ মাছ পাঁচ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের চোখে বাঘাইড় মাছ ধরে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ হলেও ছোটবড় কয়েকশ’ বাঘাইড় মাছ পইলের মেলায় প্রকাশ্যে বিক্রি করতে দেখা গেছে।
মেলা ঘুরে দেখা যায়, পাঁচ শতাধিক বিক্রেতা হরেক রকম মাছ নিয়ে বসেছেন। এর মধ্যে রয়েছে রুই, কাতল, বোয়াল, মৃগেল, শিং, মাগুর, কই, পাবদা, চিংড়ি, চিতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। হবিগঞ্জ ও আশপাশের এলাকা থেকে ক্রেতারা এসেছেন এখানে মাছ কিনতে।
মাঠের কয়েকদিকে রয়েছে হরেকরকম ভাজাপোড়া খাবার ও বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র। বিকেলে ক্রেতাদের উৎসবমুখর উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা।
জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে প্রতিবছর এ মেলা হয়ে থাকে। দুইশ বছরের ঐতিহ্য পূর্নএ মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মেলা আয়োজক কমিটির একজন শিবেন্দ্র চন্দ্র দাশ শিবু, তিনি জানান, ২০২৩ সালে পইলের মাছের মেলায় সোয়া দুই কোটি টাকার মাছ বিক্রি হয়েছিল। এবারও কেনাবেচা এর কাছাকাছি থাকবে।
মেলায় প্রকাশ্যে বাঘাইড় মাছ বিক্রির বিষয়ে হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ মাছ ধরা নিষিদ্ধ। এ ব্যাপারে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ আইনগত ব্যবস্থা নিতে পারে।
আপনার মতামত লিখুন :