মতলব দক্ষিনে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে কলেজ ভিক্তিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠত হয়েছে ।
গত ১৪ জানুয়ারী মঙ্গলবার মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে ও মতলব ক্রীড়া সংস্থার সদস্য মোজাহিদুল ইসলাম কিরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহকারি কমিশনার ভূমি জাবেদ চৌধুরী প্রমুখ ।
উক্ত খেলা উপজেলার ৪টি কলেজ অংশ গ্রহন করেন । উদ্ভোধনী খেলায় অংশ গ্রহন করেন নারায়নপুর ডিগ্রি কলেজ বনাম মুন্সিরহাট কলেজ খেলায় ১-০ গোলে নারায়নপুর ডিগ্রি কলেজ জয় লাভ করে। অপর খেলায় মতলব সরকারি ডিগ্রি কলেজ বনাম আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের মাঝে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মতলব সরকারি ডিগ্রি কলেজকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ । আগামীকাল বেলা ১১টার সময় বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংসার সদস্য গোলাম সারোয়ার সেলিম মিজানুর রহমান কাজলসহ সকল কলেজের শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়া প্রেমী দর্শকরা ।
খেলা পরিচালনা করেন ক্রীড়াবসংস্থার সদস্য ফয়সাল খন্দকার ও মতলব উত্তর ক্রীড়াবসংস্থার সাবেক সাধারন সম্পাদক একেএম আজাদ । খেলায় ধারা বিবরণী দেন ফয়সাল আহমেদ ।
আপনার মতামত লিখুন :