শরীয়তপুরে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় জানালার গ্রীলের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা থানা কার্যালয় ভবনের দ্বিতীয় তলায় ওসি আল-আমীনের শয়ন কক্ষে জানালার গ্রীলের সাথে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা পুলিশের উর্র্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এ ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির (ফরেনসিক বিভাগের) বিশেষজ্ঞ দলের জন্য পুলিশ অপেক্ষা করছেন বলে জানা গেছে। এদিকে এ ঘটনার পর থেকে জাজিরা থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং থানা কমপ্লেক্সের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। ওসি আল আমিনের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলায়। ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সে জাজিরা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। পুলিশ হাসপাতালের ডাক্তার মো. মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে বক্তব্য দেয়ার জন্য অফিসিয়ালি কোন ওর্ডার নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা ওখানে যাওয়ার পর তাঁকে (ওসি) ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এখনো সে ঝুলন্ত অবস্থায় আছে। কিন্তু সিআইডির এক্সপার্ট টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে। তবে আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে সুইসাইড। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পোস্টমর্টেমের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :