• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১১:৫৯ এএম
আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেইস ডকেট বা সিডি) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালী থানা এলাকা থেকে এসব নথি উদ্ধার করা হয়। 

নথি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে।


অভিযান এখনো চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথির (কেস ডকেট বা সিডি) খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভুঁইয়া। এ ঘটনায় গত রবিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


জিডিতে উল্লেখ করা হয়েছে, মহানগর পিপি অফিসে প্রায় ২৮-৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি অফিসের জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল পিপি অফিসের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১ কেস ডকেট (সিডি) পলিথিনে মোড়ানো স্তূপ আকারে রক্ষিত ছিল। ১২ ডিসেম্বর মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্ট ছিল। তারপর থেকে মহানগর আদালত ও পিপি অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জিডি করা হয়েছে।
 


Side banner
Link copied!